সেকেন্ডে ১০টি পণ্য বিক্রি করছে শাওমি কোম্পানি

২৮ সেপ্টেম্বর থেকে প্রায় সব জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইটে সেল শুরু হয়েছে। গত সোমবার শাওমি জানিয়েছে ইতিমধ্যেই এই সেলে ১৫ লক্ষ প্রোডাক্ট বিক্রি হয়েছে। প্রতি সেকেন্ড ১০টি পণ্য বিক্রি করছে শাওমি। স্মার্টফোন ছাড়াও বিভিন্ন স্মার্ট ডিভাইস, অ্যাকসেসারিজ ও টিভি মডেল জনপ্রিয় হয়েছে। এক বিবৃতিতে শাওমি জানিয়েছে অ্যামাজান আর ফ্লিফকার্ড সেলে সব থেকে জনপ্রিয় ১০ টি স্মার্টফোনের মধ্যে ৫ টি এমআই আর রেডমি ব্র্যান্ডের স্মার্টফোন। তবে শুধু স্মার্টফোন নয়। চলতি বছর উৎসবের সেলে বেশ জনপ্রিয় হয়েছে কোম্পানির একাধিক স্মার্ট টিভি। শাওমি জানিয়েছে চলতি সেলে সব থেকে জনপ্রিয় তিনটি স্মার্ট টিভির দুটি এমআই টিভি।

‘চলতি সেলে সব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ১৫ লক্ষ প্রোডাক্ট বিক্রি করেছে শাওমি। সেল চলার সময় গ্রাহকদের মধ্যে বিশাল জনপ্রিয়তা দেখে আমরা বিনীত বোধ করছি। গোটা দেশে শাওমি গুনগ্রাহীদের এই বিশাল ভালোবাসা দেখে আমরা গর্বিত। আমরা আশা করি নতুন শাওমি প্রোডাক্ট ব্যবহার করে গ্রাহকের উৎসবের দিনগুলি আরও রঙিন হয়ে উঠবে।’ জানিয়েছেন শাওমি অনলাইন সেল বিভাগের প্রধান রঘু রেড্ডি।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন