গুগল ম্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

ঘর থেকে বের হওয়ার আগে গুগল ম্যাপে অনেকেই চেক করে থাকেন, রাস্তায় জ্যাম আছে কি-না। এবার নতুন কয়েক ধরণের ফিচার আনছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

গুগল জানায়, নতুন ফিচারগুলোর মাধ্যমে দুর্ঘটনা, স্পিড ট্র্যাপ (গতি সীমা পরীক্ষার ক্যামেরা) ও স্পিড লিমিটের বিষয়ে তথ্য পাবেন গুগল ম্যাপ ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েডে ফিচারগুলো আগেই যুক্ত করেছিল গুগল। এবার ফিচারগুলো আইওএসেও ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

গুগল ম্যাপের প্রোডাক্ট ম্যানেজার সান্ড্রা সেং জানান, রাস্তার পরিস্থিতি জানাতে চার ধরণের বিষয়ে রিপোর্ট করতে পারবেন গুগল ম্যাপ ব্যবহারকারীরা। যেমন লেন বন্ধ থাকলে, নির্মাণ কাজ চললে, কোনো গাড়ি অকেজো হলো ও রাস্তায় গাছ বা গাড়ি উল্টে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা গুগল ম্যাপে জানাতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা ফিচারগুলো চলতি সপ্তাহ থেকেই ব্যবহার করতে পারবেন।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন