এসিতে বিদ্যুৎ বিল কমানোর কিছু সহজ উপায়

গরম থেকে স্বস্তি পেতে অনেকেই বাসায় এসি ব্যবহার করে থাকেন। অনেকে আবার নতুন করে এসি কেনার জন্য ধারণা নিচ্ছেন। তবে সবার মনে একটাই ভয় থাকে এসি ব্যবহারের কারনে বিদ্যুৎ বিল বেশি আসবে। কিছু নিয়ম মেনে যদি আপনি এসি চালান তবে বিদ্যুৎ বিল কম আসবে। শুধু মাত্র নিয়ম না মানার কারণে আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। অযথা বিদ্যুৎ খরচ বা বিদ্যুৎ বিল বেশি আসা থেকে সচেতন হতে হবে আমাদের সবাইকে। আসুন জেনে নেই কিভাবে সঠিক নিয়মে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে।

১. এসির টেম্পারেচার সবসময় ২৪ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা ভালো।

২. এসিতে টাইমার ব্যবহার করা যেতে পারে যাতে ঘর ঠাণ্ডা হয়ে গেলে নিজ থেকেই এসি বন্ধ হয়ে যায়।

৩. এসি খুব বেশি পুরনো হয়ে গেলে তা চালানো ঠিক নয়। কারন পুরনো এসিগুলো নতুনের মত খুব বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হয় না।

৪. এসির ফিল্টারটি একটি নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করা উচিৎ।

৫. রাতের বেলায় অবশ্যই স্লিপ মোডে এসি চালিয়ে রাখতে হবে। এতে বিদ্যুৎ অপচয় কম হবে।

৬. এছাড়া রাতে একটানা ৫ ঘণ্টা এসি চললে, পরবর্তী কিছু ক্ষণ এসি ছাড়া থাকাই যায়।

৭. ভোর বেলায় ঠান্ডা বাতাস থাকে সুতরাং এই সময় এসি বন্ধ করে রাখাই ভালো।

৮. আপনার সিলিং ফ্যানটিকেও ব্যবহার করুন এসির সঙ্গে পাল্লা দিয়ে।

৯. দিনের বেলায় ঘরে সরাসরি তাপ প্রবশের উৎসগুলো বন্ধ করতে পারলে ঘর এমনিতেই ঠান্ডা থাকবে। ফলে খুব বেশি ক্ষণ এসি চালিয়ে রাখার প্রয়োজন হয় না।

১০. এছাড়া এসি কেনার আগে প্রতিটা ব্র্যান্ডে নতুন কি ধরনের প্রযুক্তি ব্যবহার হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত ধারণা নিলে ভালো ব্রান্ড বাছাই করা যাবে সহজেই।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন