ফেসবুক চালু করলো ডার্ক মোড ম্যাসেঞ্জার থিম

সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস মোবাইল প্ল্যাটফর্মে ফেসবুক ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক মোড’ নিয়ে এল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। নতুন এই থিম ব্যবহার করা যাবে ফেসবুক ম্যাসেঞ্জারে। ডার্ক মোড চালু করতে হলে সবার আগে ব্যবহৃত ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জারে গিয়ে যে কোনো একটি চ্যাটে ক্লিক করতে হবে। চ্যাটে মেসেজ লেখার জায়গায় পাঠাতে হবে একটি অর্ধেক চাঁদের ইমোজি। ইমোজি পাঠানো হলেই মেসেঞ্জারের উপর থেকে ঝাঁকে ঝাঁকে অনেক গুলো অ্যানিমেটেড চাঁদ নেমে আসবে। তারপরেই ডার্ক মোডটি চালু করার জন্য অপশন আসবে। সেটিংসে গিয়ে এই সেট করে নিলেই চালু হয়ে যাবে ডার্ক মোডটি।

প্রায় প্রতিদিন প্রচুর পরিমানে ফেসবুক ব্যবহারকারী রয়েছে যারা প্রতিনিয়ত মোবাইল ম্যাসেঞ্জা ব্যবহার করে থাকেন। সারাদিনে সব ব্যস্ততার মধ্যে ফেসবুক-ম্যাসেঞ্জারে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দেয়া না এমন ব্যবহারকারী খুবই কম পাওয়া যাবে। বলতে গেলে আড্ডা সবচেয়ে বেশি হয় এখন ভার্চুয়াল জগতে। বহু দিন ধরেই দাবি উঠেছিল ফেসবুকে ব্যবহারকারীদের জন্য ‘ডার্ক থিম’ নিয়ে আসার জন্য। অবশেষে ফেসবুক তা সবার জন্য উন্মুক্ত করে দিলো।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন

এস ই ও

{getBlock} $results={3} $label={এস ই ও} $type={grid1}