ফেসবুক মেসেঞ্জারে ‘আনসেন্ড’ ফিচার চালু

বর্তমান সময়ে ফেসবুক সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মাধ্যম। প্রায় প্রতিদিনই ফেসবুক ব্যবহার করে কম বেশি সবাই বার্তা পাঠায়। এই পাঠানো বার্তা থেকে অপ্রয়োজনীয় বার্তা গুলো মুছে ফেলার সুযোগ দিতে ফেসবুক মেসেঞ্জারে ‘আনসেন্ড’ ফিচার চালু করেছে ফেসবুক। নতুন এই ফিচারটি কাজে লাগিয়ে বার্তা পাঠানোর সর্বোচ্চ ১০ মিনিটের মধ্যে সেগুলো প্রাপকের চ্যাটবক্স থেকে মুছে ফেলা যাবে খুব সহজেই। ফলে মনের ভুলে পাঠানো বা অপ্রয়োজনীয় বার্তাগুলো নিয়ে এখন থেকে আর বিব্রত হতে হবে না। এর তেমন কষ্টও করতে হবে না পুড়নো বার্তা গুলো মুছে ফেলতে।

অপ্রয়োজনীয় পাঠানো বার্তার ওপর চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলেই দেখা যাবে ‘রিমুভ ফর এভরিওয়ান’ অপশন, আর এতে ক্লিক করলেই মুছে যাবে বার্তাটি। চাইলে নিজের চ্যাটবক্স থেকেও যে কোন সময় যে কোন বার্তা মুছে ফেলা যাবে। তবে বার্তা মুছে ফেলার পর প্রাপককে বিষয়টি জানাবে মেসেঞ্জার।বর্তমানে প্রায় সব আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের উপযোগী নতুন সংস্করণের মেসেঞ্জারে ‘আনসেন্ড’ ফিচারটি ব্যবহারের সুযোগ থাকছে।

উল্লেখ্য, বর্তমান মেসেঞ্জারে প্রেরকের চ্যাটবক্স থেকে বার্তা মুছে ফেলার সুযোগ থাকলেও প্রাপকের চ্যাটবক্সে থেকে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন
প্রযুক্তি সারাদিন