হুয়াওয়ে ওয়াই ৫পি ডিভাইসের ফিচার ও স্পেসিফিকেশন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 333 ভিউজ

চলতি বছর সাশ্রয়ী দামের স্মার্টফোনের বাজারে ঢুকতে যাচ্ছে হুয়াওয়ে। মোবাইল প্রেমিকদের আবারও চমক দিতে জনপ্রিয় মোবাইল ব্রান্ড হুয়াওয়ে নিয়ে আসছে নতুন একটি মডেলের ফোন। এটির নামকরণ করা হয়েছে হুয়াওয়ে ওয়াই ৫ পি।

আকর্ষণীয় ডিজাইনের বাজেট সাশ্রয়ী হুয়াওয়ে ওয়াই ৫পি ডিভাইসের দাম, ফিচার ও স্পেসিফিকেশন —

কাঠামো : প্লাস্টিকের কাঠামোর ডিভাইসটির বডি ডাইমেনশন ১৪৬.৫×৭০.৯×৮.৪ এমএম

নেটওয়ার্ক সমর্থন : জিএসএম / এইচএসপিএ / এলটিই

সিম : ডুয়াল ন্যানো

ডিসপ্লে : ৫ দশমিক ৪৫ ইঞ্চি ওলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

ডিসপ্লে রেজল্যুশন : ৭২০×১৪৪০ পিক্সেল

ওএস : অ্যান্ড্রয়েড ১০

চিপসেট : হেলিও পি২২

মেমোরি কার্ড : মাইক্রোএসডি এক্সসি

অভ্যন্তরীণ স্টোরেজ : ২ গিগাবাইট র্যাম সংস্করণে ৩২

রিয়ার ক্যামেরা : ৮ মেগাপিক্সেল

ফ্রন্ট ক্যামেরা : ৫মেগাপিক্সেল

কানেক্টিভিটি : ব্লুটুথ, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি

ব্যাটারি : নন-রিমুভেবল লিথিয়াম-পলিমার ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন