কিভাবে উইন্ডোজ এর সব ফাইল এক্সটেনশন একসাথে চেঞ্জ করবেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 349 ভিউজ

প্রথমে যে ফোল্ডার এর ফাইল এক্সটেনশন চেঞ্জ করবেন। কী-বোর্ড এর শিফট কী চেপে ধরে মাউস এর রাইট বাটন এ ক্লিক করুন। Open Command Window Here  এ ক্লিক করুন CMD ওপেন হবে। এখন এখানে টাইপ করুন
ren *.(current extension name) *.(extension you want) নিচের ছবির মত

বিদ্রঃ এভাবে চেঞ্জ করার পর নতুন করে ওয়িন্ডোজ দেওয়ার আগে  ফাইল এক্সটেনশন চেঞ্জ করে আগেরটা দিয়ে দিবেন । না হলে আপনার ফাইল করাপ্ট হবে আর চেঞ্জ করলেও কাজ হবে না। অনেক সময় ভাইরাস এর কারনেও অটোমেটিক এক্সটেনশোন চেঞ্জ হয়ে যায়। তখন এই ট্রিকটা কাজে লাগাতে পারবেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন