‘শিকারি পদক্ষেপ’ হুয়াওয়ের বিনিয়োগ : পম্পেও

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 485 ভিউজ

হুয়াওয়ের বিনিয়োগ বাজারের জন্য কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটি একটি ‘শিকারি পদক্ষেপ’, সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পম্পেও আরও দাবি করেছেন সব দেশেরই উচিত হুয়াওয়েকে নিষিদ্ধ করা।

ইতালিতে দুই দিনের সফর শেষে দেশটির দৈনিক লা রিপাবলিকাকে পম্পেও বলেন, “তাদের বিনিয়োগ ব্যক্তিগত নয়, কারণ তারা রাষ্ট্রের (চীন) সহযোগিতা পাচ্ছে। অনেকের মতো এগুলো স্বচ্ছ, উন্মুক্ত, বাণিজ্যিক লেনদেন নয়, বিশেষভাবে (চীনের) সুরক্ষার স্বার্থে।” “(হুয়াওয়ের বিনিয়োগ) শিকারি পদক্ষেপ, যা কোনো দেশই অনুমোদন দিতে পারে না বা দেওয়া উচিত নয়,” যোগ করেন পম্পেও।

আন্তর্জাতিক পর্যায়ে চীনের কমিউনিস্ট পার্টির পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিতে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রকে জোটবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন পম্পেও। মার্কিন সরকার বেশ আগেই জাতীয় নিরাপত্তার প্রশ্নে হুয়াওয়েকে নিজ দেশে নিষিদ্ধ করেছে। অন্যান্য রাষ্ট্রকেও অনুরোধ জানিয়েছে হুয়াওয়েকে বাদ দেওয়ার জন্য।

এদিকে জাতীয় নিরাপত্তা বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি বরাবরই নাকচ করে আসছে হুয়াওয়ে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন