বাচঁবেন যেভাবে এটিএম কার্ড হ্যাক থেকে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 429 ভিউজ

প্রযুক্তির এই কর্মব্যস্ত যুগে বেড়েছে হ্যাকিং সহ নানা ধরণের অপরাধ। এমন সমস্যা রোধে প্রতিনিয়ত আমাদের নানা কৌশল অবলম্বন করতে হয়। ব্যাংকি ক্ষেত্রে তো অপরাধীরা ফাঁদ পেতেছে, যে কোন সময় যেকেউ পরতে পারেন সেই ফাঁদে। এমন যখন পরিস্থিতি, তখন একটু কৌশল মানলেই বাঁচতে পারবেন এটিএম কার্ড হ্যাক থেকে।

চলুন তাহলে জেনেই নেয়া যাক- এটিএম কার্ড হ্যাক হলে বাঁচবেন যেভাবে-

তথ্যসমূহ সুরক্ষিত রাখুন

আপনার পিন নম্বর অন্য কাউকে দিবেন না, ব্যাংক কর্মকর্তাদেরও না।
পিন নম্বরটি মুখস্থ রাখুন। কোথাও লিখবেন না, এমনকি ব্যক্তিগত ডায়েরিতেও না।
আপনার ফিন্যান্সিয়াল ডকুমেন্ট অনুমোদিত কোনো ব্যক্তি ব্যতীত অন্য কাউকে দিবেন না।
বিদেশ থেকে ফেরত আসার পর আপনার ক্রেডিট কার্ডের ইউএসডি অংশটুকু বন্ধ রাখুন।
এটিএম/ পিওএস টার্মিনাল ব্যবহার সাবধান থাকুন

এটিএম/ পিওএস টার্মিনালে আপনার পিন নম্বর/ পাসওয়ার্ড প্রবেশের সময় পিন প্যাডটি ঢেকে রাখুন।
এটিএম থেকে টাকা তোলার জন্য আপনার কার্ড অন্য কাউকে দিবেন না।
কোনো আউটলেটে ব্যাবহার করার সময় আপনার কার্ডটির দিকে নজর রাখুন।
এটিএম/ পিওএস টার্মিনালে পিন হোল ক্যামেরা বা অন্যান্য অস্বাভাবিক ডিভাইসের ব্যাপারে সতর্ক হোন।
অনলাইনে নিরাপদ থাকুন

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ওয়েবসাইট থেকে শপিং করুন।
অচেনা ইমেইল বা এসএমএস থেকে আসা লিংকে ক্লিক করবেন না।
ইমেইলে অচেনা কোনো ওয়েবসাইটে আপনার পিন নম্বর/পাসওয়ার্ড পরিবর্তন করার অথবা কার্ডের তথ্য দেয়ার নির্দেশনা পেলে তা এড়িয়ে যান এবং সঙ্গে সঙ্গে আমাদের জানান।

অ্যাপ ও ডিভাইসের নিয়মিত আপডেট

আইটি সংক্রান্ত ঝুঁকি মোকাবেলায় আপনার ডিভাইসগুলো (ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি) নিরাপদভাবে কনফিগার করুন। অবশ্যই আপনার ডিভাইসের অপারের্টিং সিস্টেম ( অ্যান্ড্রেয়েড, আইওএস, উইন্ডোজ) আপডেট রাখুন।
শুধুমাত্র স্বনামধন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অ্যাপগুলোই ব্যবহার করুন। অন্যথায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে।
কার্ডের যেকোন সমস্যায় ডায়াল করুন ১৬৫৯৬ নম্বরে…

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন