ফ্রিল্যান্সিং শুরু হোক গ্রাফিক ডিজাইনের মাধ্যমে

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 1625 ভিউজ

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক ডিজাইনে কাজের একটি বড় যায়গা তৈরি হয়েছে। প্রায় সব ধরনের কাজের চাহিদা এখানে রয়েছে। যেহেতু আন্তর্জাতিক মানের কাজ সুতরাং কাজের মূল্যায়ন করা হয় ডলারে। দক্ষতা থাকলে অল্প কাজ করেই হাজার ডলার আয় করা সম্ভব। টাকার হিসেবে যার পরিমান বেশ ভালো। যারা ইন্টারনেটের মাধ্যমে গ্রাফিক ডিজাইন পেশায় যেতে চান তারা এখন থেকেই কিছু ধারণা নেয়া শুরু করে দিন। এখানে গ্রাফিক ডিজাইন শেখার সম্ভাব্য পথগুলি সম্পর্কে ধারনা দেয়ার চেষ্টা করা হয়েছে।

প্রথমেই একটা বিষয় মাথায় রাখতে হবে ইন্টারনেটে কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে সারা বিশ্বের ডিজাইনারদের সাথে। প্রায় সব দেশেই গ্রাফিক ডিজাইনে উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে এধরনের কোন প্রফেশনাল ডিগ্রী নেই। নেই তেমন কোন দীর্ঘমেয়াদী ট্রেনিং নেয়ার ব্যবস্থাও। প্রচলিত ট্রেনিং সেন্টারে নিজেদের মত করে শেখানোর ফলে অনেকেই ডিজাইনের মুল নিয়ম জানানোর প্রয়োজন বোধ করেন না। ভালো মানের গ্রাফিক ডিজাইন শেখার জন্য কি শেখা প্রয়োজন সেটা আগে ভালোভাবে জানা প্রয়োজন। একজন শিল্পীকে কয়েক বছর পড়াশোনা করে ছবি আকা শিখতে হয়। এই দীর্ঘ সময়ে তাকে শেখানো হয় রং এবং রেখা সম্পর্কে। শেখানো কিভাবে একাধিক রঙের মিশ্রনে বিশেষ রং পাওয়া যায়। ডিজিটাল ডিজাইনের ক্ষেত্রে কারিগরি বিষয় গুলো আরো বেশি গুরুত্বপুর্ন। কম্পিউটারের ডিসপ্লেতে রং কিভাবে কাজ করে সেই রং কাগজে প্রিন্ট করার সময় কিভাবে কাজ করে বা ইন্টারনেটে কিভাবে আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব, এবিষয়ে ভাল জ্ঞান না থাকলে কোন ভাবে ভাল ডিজাইনার হওয়া সম্ভব না। সেই সাথে জানা উচিৎ বিভিন্ন ধরনের ছবির ফরম্যাট ও কাজের ধরন অনুযায়ী তাদের সুবিধা-অসুবিধা। যে সকল সফটওয়্যার এবং ডিভাইস ব্যবহার করে কাজ করা করা হয় তার সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।

শুরুর দিকে শেখার জন্য ধারণাই অনেক কিছু। ধারণা থেকেই কাজের আগ্রহ বাড়ে। কোন টুল ব্যবহার করে কিভাবে কাজ করতে হয় সেটা পরবর্তী ধাপ। প্রথম ধাপটিই সাধারনত সবাই এড়িয়ে যায়। ফলে যিনি শেখেন তিনি নিজেকে ডিজাইনার মনে করছেন অথচ ক্লায়েন্ট কেন তার কাজ পছন্দ করছেন না সেটা বুঝা যাচ্ছে না। সবচেয়ে ভাল হয় যদি কোন প্রতিস্ঠানের সহায়তা পান। ফলে প্রাথমিক বিষয়গুলি অল্প সময়ে শিখে নেয়া যায়। ভাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। বর্তমানে পড়াশোনার সুযোগ অনেক বেশি। ইন্টারনেটে ভালো ভাবে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইট থেকে অনেক তথ্য পাওয়া যাবে। বিনামুল্যে অনেক বই ডাউনলোড করা যায়। সেইসাথে ভালো কারো সহযোগিতা পেলে কাজ অনেকটাই সহজ হয়। খরচের বিষয় মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইউনিভার্সিটি থেকে যে কোন একটা ডিগ্রী নিতে টাকা খরচ করতে হয়। ডিগ্রী নেয়ার পরে কেউ ভালো চাকরি করে অথবা কেউ হতাশায় পরে যায়। অনলাইনে সফলতা পেতে হলে ধৈর্য্য ধরে লেগে থাকতে হবে। ধৈর্য্য ছাড়া অনলাইনে সফলতা পাওয়া সম্ভব না।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন