গুগলের ‘নিয়ারবাই শেয়ার’ দ্রুত ফাইল ট্রান্সফার করবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 578 ভিউজ

অ্যানড্রয়েড ডিভাইসের মধ্যে ফাইল, ইমেজ, লিংক ও অন্যান্য কনটেন্ট দ্রুত আদান-প্রদান করার ফিচার আনছে গুগল। এটি অনেকটা এয়ারড্রপের মতোই হবে। ফিচারটির নাম দেয়া হয়েছে ‘নিয়ারবাই শেয়ার’।

অ্যানড্রয়েড ৬ ও এর পরের সব সংস্করণে ফিচারটি চলবে। ব্লুটুথ ও ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করবে নিয়ারবাই শেয়ার। হোম স্ক্রিন স্ক্রল আপ করলে ফিচারটি দেখা যাবে। এতে ক্লিক করে অন্য অ্যানড্রয়েড ডিভাইসে ফাইল পাঠানো যাবে।

গুগল জানিয়েছে, বেশ কয়েক বছর ধরে ফিচারটি তৈরি করা হয়েছে। ১১ বছর আগে অ্যাপলের এয়ারড্রপ ফিচারটি প্রথম আসে ম্যাক কম্পিউটারে। তখন অ্যানড্রয়েড বিম নামে একই ধরণের একটি ফিচার আনে গুগল।

গুগল পিক্সেল ৪এ ও স্যামসাং গ্যালাক্সি নোট ২০ সিরিজের ফোনে আগামী সপ্তাহে এই ফিচার পাওয়া যাবে। পরবর্তীতে সব অ্যানড্রয়েড ব্যবহারকারীর ফোনে এটি পৌঁছে যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন