প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে দেড় ট্রিলিয়ন ডলার বাজার মূল্য ছাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। বিনিয়োগকারী এবং বিশ্লেষকদের ধারণা অ্যাপ স্টোরে বিক্রিতে উন্নতির পাশাপাশি এআরএম প্রসেসরের ম্যাক এবং চলতি বছর বসন্তে ৫জি আইফোনের উন্মোচন বিবেচনায় শেয়ার মূল্য বেড়েছে অ্যাপলের।
৩৫২ মার্কিন ডলার শেয়ার মূল্যে ৪৩০ কোটি শেয়ারের হিসেবে বুধবার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ১.৫৩ ট্রিলিয়ন ডলার– খবর আইএএনএস-এর। সম্প্রতি এক শীর্ষ বিশ্লেষক ধারণা দিয়েছেন, সেবা এবং পরিধেয় ডিভাইস ব্যবসা বৃদ্ধির কারণে চার বছরে দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্যে পৌঁছাতে পারে অ্যাপল।
২০১৮ সালে প্রথম মার্কিন প্রতিষ্ঠান হিসেবে এক ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের মাইলফলকে পৌঁছে অ্যাপল। সামনের চার বছরে অ্যাপলের পরিধেয় ডিভাইস ব্যবসা বেড়ে ছয় হাজার কোটি মার্কিন ডলার এবং সেবা ব্যবসা বেড়ে ১০ হাজার কোটি মার্কিন ডলারে দাঁড়াবে বলেও ধারণা করছেন বিশ্লেষক।
চার বছরে অ্যাপল আরও আগ্রাসীভাবে শেয়ার বাইব্যাক করবে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান ব্যারনের বিশ্লেষক আমিত দারিয়ানানি বলেন, “চার বছরে বাজারে শেয়ারের সংখ্যা একশ’ কোটি কমাতে পারে অ্যাপল, ২০১৯ সালের ৪৬০ কোটি থেকে ২০২৪ সালে শেয়ারের সংখ্যা দাঁড়াতে পারে ৩৬০ কোটিতে।”