অ্যান্ড্রয়েড ১১ তে নতুন কী কী থাকছে?

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 504 ভিউজ

এসে গেল অ্যান্ড্রয়েড১১। আপাতত লেটেস্ট অ্যান্ড্রয়েড-এর ডেভেলপার প্রিভিউ নিয়ে এসেছে গুগল। অন্যান্য বছর মার্চে নতুন অ্যানড্রয়েডের ডেভেলপার প্রিভিউ সামনে এলেও চলতি বছর ফেব্রুয়ারিতেই এই আপডেট নিয়ে এল গুগল। ফোল্ডেবল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১১ -এ একাধিক ফিচার যোগ হয়েছে। এছাড়াও ক্যামেরায় বিশেষ ফিচার যোগ হয়েছে। নতুন ভার্সানে গ্রাহকের গোপনীয়তায় বিশেষ নজর দেওয়া হয়েছে। ৫জি কানেকশনে আগের থেকে উন্নতি হয়েছে।

গুগল জানিয়েছে পিক্সেল ৪, পিক্সেল ৩ এ, পিক্সেল ৩ ও পিক্সেল ২ -এর অ্যান্ড্রয়েড ১১ ডেভেলপার ভার্সান ইমেজ ফাইল ডাউনলোড করা যাচ্ছে। শুধুমাত্র ডেভেলপারদের জন্য এই ভার্সান সামনে এসেছে। শীঘ্রই আমন্ত্রণের ভিত্তিতে সাধারণ গ্রাহকের জন্য বিটা ভার্সান হাজির হবে।

অ্যান্ড্রয়েড১১ রিলিজের সময়সূচী
অ্যান্ড্রয়েড১১ প্রথম ডেভেলপার প্রিভিউ: ফেব্রুয়ারি

অ্যান্ড্রয়েড ১১ দ্বিতীয় ডেভেলপার প্রিভিউ: মার্চ

অ্যান্ড্রয়েড ১১ তৃতীয় ডেভেলপার প্রিভিউ: এপ্রিল

অ্যান্ড্রয়েড ১১ প্রথম বিটা: মে

অ্যান্ড্রয়েড ১১ দ্বিতীয় বিটা: জুন

অ্যান্ড্রয়েড ১১ তৃতীয় বিটা: জুলাই-সেপ্টেম্বর

অ্যান্ড্রয়েড ১১ ফাইনাল বিল্ড: জুলাই-সেপ্টেম্বর

নতুন কী থাকছে?
সম্প্রতি বাজারে এসেছে একাধিক ফোল্ডেবল স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ১১এ বিভিন্ন ধরনের ফোল্ডেবল ডিসপ্লে সাপোর্ট থাকছে। নোটিফিকেশনের মধ্যেই কনভার্সেশন দেখে নেওয়া যাবে। এছাড়াও নোটিফিকেশনে বাবল এপিআই যোগ হয়েছে। এই ফিচারে অন্য কাজ করার সময় বাবলের মধ্যেই নোটিফিকেশন দেখে নেওয়া যাবে।

এছাড়াও নোটিফিকেশন থেকে রিপ্লাইয়ের সময় ছবি কপি/ পেস্ট করা যাবে। ক্রোম ব্রাউজার থেকে ছবি কপি করে জিবোর্ড থেকে পেস্ট করা যাবে।

গোপনীয়তা ও সুরক্ষায় অ্যান্ড্রয়েড ১১ শেষ জোর দেওয়া হয়েছে। লোকেশন ও মাইক ও ক্যামেরায় একবার পার্মিশন দেওয়া যাবে। এছাড়াও বায়োমেট্রিক সিকিউরিটি ব্যবহার করে বিভিন্ন তথ্য সেভ করে রাখা যাবে। কোম্পানির অফিশিয়াল ব্লগ পোস্ট থেকে অ্যান্ড্রয়েড ১১ -এর সব ফিচার দেখে নেওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন