অনলাইনে ড্যাফোডিলে ৯০ দিনে ৬০ হাজার ক্লাস হয়েছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 314 ভিউজ

ড্যাফোডিল পরিবারের স্কুল, কলেজ, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়ে লকডাউনের প্রথম ৯০ দিনে প্রায় ৬০ হাজার ক্লাস সম্পন্ন হয়েছে অনলাইনের মাধ্যমে। গড়ে প্রতি ক্লাসে উপস্থিতি ছিলো ৬৮%।

এই হিসেবে ড্যাফোডিল পরিবারের ৩০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে প্রতিদিন ২০ হাজার ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে অংশ নিয়েছে। অভিভাবক সম্মেলন হয়েছে প্রায় ৫০টিরও বেশী। অনলাইনেই সম্পন্ন হয়ে কুইজ, ক্লাস টেষ্ট, পরীক্ষা, এ্যাসাইমেন্ট। দেশ-বিদেশের বিখ্যাত প্রফেশনালদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ২০০ অধিক ওয়েবিনার।

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের জন্য Blended Learning Center, কলেজ-পলিটেকনিকের জন্য college.ac এবং স্কুলের জন্য schoolbd.ac প্লাটফর্ম চালু করেছে বলেও জানান তিনি। তিনি আরো জানিয়েছেন, এই প্ল্যাটফলমগুলো  বাংলাদেশের যেকোন স্কুল, কলেজ, পলিটেকনিক, বিশ্ববিদ্যালয় বিনামূল্যে ব্যবহার করতে পারবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন