সারা বিশ্ব্বে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ৫০ ব্যক্তির তালিকা

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 414 ভিউজ

চলতি বছর রাজনীতি, প্রযুক্তি এমনকি বিনোদন ক্ষেত্রে অর্থনৈতিকভাবে গুরুত্ব রাখা বিশ্ব্বের ৫০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে ব্লুমবার্গ। উত্তর কোরিয়ায় কঠোর বাণিজ্য অবরোধ আরোপসহ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তালিকার ১ নম্বরে উঠে এসেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। জানুয়ারিতে দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান জানান নিকি হ্যালি। সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বড় অবরোধ আরোপ করে জাতিসংঘ। যার প্রস্তাব এবং খসড়া তৈরি করেন নিকি।

তালিকায় পরের অবস্থানে উঠে এসেছেন ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাক্টিভিশন ব্লিজার্ডের ববি কটিক। কল অফ ডিউটির নির্মাতা প্রথমবারের মত পেশাদার পর্যায়ে শহরভিত্তিক লিগ গঠনের জন্য ২৪ কোটি ডলারের তহবিল করেন। বিনোদনের পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখছেন এই মার্কিন ব্যবসায়ী।

তালিকার তিন নম্বরে রয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলতি বছর আকস্মিকভাবেই সিংহাসনের উত্তরসূরি মনোনীত হওয়ার পর ঘোষণা দেন আধুনিকায়নের। তেল নির্ভরতা কমিয়ে আধুনিক সৌদি আরব গড়তে বেশ কিছু প্রকল্প হাতে নেন তিনি।

ব্লুমবার্গের তালিকায় জায়গা করে নিয়েছে ইন্টারনেট দর্শকদের পরিচিত ইউটিউবার লিলি সিং। ইউটিউবে যার রয়েছে ১ কোটি ১২ লাখ অনুসারী।

তালিকায় পঞ্চম অবস্থানে সফট ব্যাংক গ্রুপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মাসায়ওশি সন। কৃত্রিম বুদ্ধিমত্তা, উপগ্রহসহ আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজের জন্য চলতি বছর ৯ হাজার ৩০০ কোটি ডলারের তহবিল গঠন করেছেন এই জাপানি ব্যবসায়ী।

এছাড়াও তালিকায় জায়গা করে নিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, ব্রেক্সিট ইস্যুতে ইইউএর প্রধান সমন্বয়কারী মিশেল বারনিয়ার, ব্র্যাণ্ড গুচির ক্রিয়েটিভ ডিরেক্টরসহ বছর জুড়ে অর্থনীতিতে প্রভাব বিস্তারকারী অনেকে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন