Imdb যেভাবে শুরু এবং এখন

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 564 ভিউজ

কোন মুভি দেখার আগে যদি এই মুভির ব্যাপারে কেউ জানতে চায় তাহলে তার জন্য সেরা জায়গা হচ্ছে Imdb.com। এছাড়া মুভি বা বিভিন্ন টিভি সিরিয়াল দেখার পর তার সম্পর্কে আরো বিস্তারিত জানার প্রয়োজন হলে খুব সহজেই সব তথ্য পাওয়া যাবে এখানে। কোনটি সেরা মুভি, বা সিরিয়াল। অবসর সময়ে কোনটি দেখা যায় প্রায় সব সাজেশানই দিবে Imdb.com। Imdb.com এমন একটি সাইট, আমরা সবাই কম বেশি চিনি। Imdb.com এর পূর্নরুপ হচ্ছে Internet Movie Databse.

Imdb.com এর প্রতিষ্ঠাতা হচ্ছেন কল নিডহাম। প্রতিষ্ঠার শুরুতে কল নিডহাম অন্যান্য ফাউন্ডারদের মত খুব বেশি পরিকল্পনা করে Imdb.com প্রতিষ্ঠা করেননি। অন্য সবার মত তিনি সাধারণ একজন মুভি লাভার ছিলেন। ছোটবেলায় একবার এক রং করা প্রতিযোগিতায় জয়ী হয়ে কল নিডহাম পুরষ্কার হিসেবে জিতেন মুভি টিকেট। সেই মুভি দেখা থেকেই শুরু হয় মুভির প্রতি তার এই ভালোবাসা। স্কুলে থাকতেই তিনি অবসর সময়ে প্রোগ্রামিং করতেন। কম্পিউটার খুবই পছন্দ করতেন। সেই সময় VHS tape এর মাধ্যমে মুভি দেখার প্রচলন ছিল। নিডহাম প্রচুর পরিমানে VHS tape থেকে মুভি দেখতেন। ১৩/১৪ বছর বয়সেই ১১০০ এর বেশি মুভি দেখেছিলেন। একটা সময় পর নিডহাম কোন মুভি দেখেছেন আর কোনটা দেখেননি সেটা নিয়ে চিন্তায় পরে গিয়েছেন। ঠিক করলেন একটা ডায়রী’তে লিখে রাখবেন কি মুভি দেখেছেন আর কি মুভি দেখেনি। মজার ব্যপার হলো, ডায়রি লেখা শুরু করার মাত্র দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেল সেই ডায়রি। এরপর কল চিন্তা করলেন কম্পিউটারে একটা ডেটাবেজ করে সেখানে লিখে রাখবেন তাহলে আর ডায়রি শেষ হবার ঝামেলা নেই। যেই ভাবা সেই কাজ। কি মুভির নাম, কে কে অভিনয় করেছেন, কবে দেখেছেন, মুভির ডিরেক্টর কে ছিলো, এবং মুভি নিয়ে নিজের চিন্তাভাবনা সব কিছু তিনি তার ডেটাবেজে রাখা শুরু করলেন।

১৯৯০ সালে, কল নিডহাম তার মুভি ডেটাবেজটি সবার জন্য উন্মুক্ত করে দিলেন। যে কেউ চাইলে তার ডেটাবেজটি নিজের কম্পিউটারে নিয়ে ব্যবহার করতে পারতো। এভাবেই চলতে থাকলো ১৯৯৩ সাল পর্যন্ত। এরপর কল নিডহাম এর কাছে একজন একটি ইমেইল করে মুভি ডেটাবেজটিকে একটি ওয়েব সাইটে স্থানান্তরের প্রস্তাব দেন। এরপর ঐ বছরই কল নিডহাম এর ভার্সিটি, কার্ডিফ ইউনিভারসিটির সার্ভার থেকে আইএমডিবি সাইট খোলা হয়। আস্তে আস্তে ওয়েবসাইটটি জনপ্রিয় হতে থাকে। প্রতিদিনই বাড়তে থাকে ভিসিটর সংখ্যা। একদিন কল নিডহাম চিন্তা করেন এটিকে বিজনেসে রুপ দিবেন। তখন সময়টা ছিলো ১৯৯৫ সাল, ইন্টারনেটের বয়স মাত্র ৫ বছর। এখনকার মত ইন্টারনেটের এত কমার্শিয়াল ব্যবহার ছিলোনা তখন। কোম্পানী হিসেবে গড়ে তুললে আদৌ imdb.com সফল হবে কি হবেনা, সেই ব্যপারে তার কোন আইডিয়া ছিলোনা। যেহেতু, কল নিডহাম যুক্তরাজ্যের নাগরিক ছিলেন, তাই imdb.com কে যুক্তরাজ্যের একটি কোম্পানী হিসেবে ফাইনালি কল নিডহাম  খুব সহজেই ইনকরপোরেট করে ফেলেন।

আস্তে আস্তে ওয়েবসাইটের জব বিজ্ঞাপন পেতে শুরু করে কল নিডহাম। এতদিন ধরে যারা IMDb সাইটে ভলেন্টিয়ারিং করছিলেন তাদেরও শেয়ার দিলেন কল নিডহাম। কিছু দিনের মধ্যে নিজের চাকরী ছেড়ে ফুলটাইম কর্মচারী হিসেবে যোগ দেন আইএমডিবি’তে। ধীরে ধীরে অন্য ভলেন্টিয়াররাও চাকুরী ছেড়ে যোগ দিতে থাকে ফুলটাইম কর্মচারী হিসেবে। ১৯৯৭ সালে অ্যামাজন সিইও জেফ বেজস এর সাথে পরিচয় হয় কল নিডহাম এর। জেফ বেজস দেখা করে তার সব আইডিয়ার কথা শেয়ার করেন কল নিডহাম এর সাথে। অ্যামাজনে তখন বই বিক্রি হতো। জেফ বেজস, কল নিডহামকে জানান যে তারা VHS টেপ বিক্রি করা শুরু করবে এবং সামনে তার DVD-ও বিক্রি করবে। এরপর কল নিডহাম এবং জেফ বেজস নতুন এক  চুক্তিতে গেলেন। এরপরই অ্যামাজন এর অংশ হয়ে যায় imdb.com

এরপর আইএমডিবি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে চুক্তি করে। মুভির বিভিন্ন তথ্য শেয়ার করতে থাকে মুভি প্রেমীদের সাথে। ২০০৮ এ imdb একটি ওয়েব সাইট কিনে নেয় withoutAbox নামে। যেখানে মুভি মেকাররা তাদের মুভি শেয়ার করতে পারতো বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে দেখানোর জন্য। এই মুভিগুলো তখন imdb-তে স্থান পেত, এবং সাধারণ মানুষ মুভিগুলো সম্পর্কে জানতে পারতো। অ্যামাজনের সাথে চুক্তি হওয়ার পর imdb’কে আর পেছন ফিরে দেখতে হয়নি। অ্যামাজন এর সার্ভার সব আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে থাকেন কল নিডহাম। আস্তে আস্তে টিম বড় হতে থাকে এবং অফিসও বড় হয়। ধীরে ধীরে আজকের imdb.com এ রুপ নিলো কল নিডহাম এর ছোট্ট সেই ডেটাবেজ।

প্রতি মাসে প্রায় ২৫০ মিলিয়ন এর বেশি মানুষ imdb ব্যবহার করে। পৃথিবীর সেরা ওয়েবসাইটগুলোর তালিকায় imdb.com সব সময় উপরের দিকে থাকে। প্রতিবছর নতুন সব মুভি-এর সাথে সাথে বড় হচ্ছে আইএমডিবি’র ডেটাবেজ।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন