কম দামে মোবাইল ইন্টারনেট ডেটা ব্যবহারে ১ম ভারত, বাংলাদেশ ১৩তম

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 829 ভিউজ

সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান সারা বিশ্বে মোবাইল ইন্টারনেট ডেটা কেনা-বেচা নিয়ে তথ্য প্রকাশ করেছে। যেখানে উঠে এসেছে মোবাইলে ইন্টারনেট ব্যবহারের গড় তালিকা। প্রতিবেদন অনুসারে, সবচেয়ে কম দামে মোবাইল ইন্টারনেট ডেটা কেনার দিক থেকে বিশ্বে প্রথম রয়েছে ভারত। তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। গবেষণা প্রতিষ্ঠানটি গত বছরের ২৯ অক্টোবর বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছিলো। এরমধ্যে অবশ্য বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি মোবাইল ডেটার দাম কমিয়েছে। বাংলাদেশে মোবাইল ডেটার দাম নিয়ে মোবাইল ব্যবহারকারীদের ভিন্ন ধরনের মতামত রয়েছে। কারও মতে, বেশি দামে মোবাইল ডেটা বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশী কোম্পানিগুলো। ৪-জি ইন্টারনেট সহজলভ্য হলেও ৩-জি ইন্টারনেট গতি পাওয়া যায়। আবার, কেউ কেউ মনে করেন, যথেষ্ট কম দামে বাংলাদেশে মোবাইল ডেটা কেনা যায়।

বিশ্বের ২৩২টি দেশ থেকে তথ্য সংগ্রহ করে তুলনামূলক এই প্রতিবেদন প্রকাশ করেছে কেবল ডটকো ডটইউকে। প্রতিষ্ঠানটি গবেষণা জন্য একটি ইন্টারঅ্যাকটিভ ম্যাপ তৈরি করেছিলো। বিশ্বজুড়ে ১ জিবি মোবাইল ডেটা কেনার গড় খরচ প্রায় ৯ ডলারের কাছাকাছি। ব্রিটেনে ১ জিবি মোবাইল ডেটা কিনতে খরচ পড়ে ৬ দশমিক ৬৬ মার্কিন ডলার আর মার্কিন যুক্তরাষ্ট্রে খরচ পড়ে ১২ দশমিক ৩৬ মার্কিন ডলার। প্রতিবেদনে ভারতে ১ জিবি মোবাইল ডেটার দাম পড়ে গড়ে ১৮ সেন্ট যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম।

প্রতিবেদনে বাংলাদেশের ১ জিবি মোবাইল ডেটার কেনার গড় দাম দেখানো হয়েছে ৯৯ সেন্ট বা ৮৩ টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বর্তমান তথ্য অনুযায়ী, দেশে ইন্টারনেট গ্রাহক প্রায় ৯ কোটি ১৪ লাখ ২১ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৮ কোটি ৫৬ লাখ ৩০ হাজার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন