ফেসবুকে নিউজ ফিডে কি দেখি বা কেন দেখি

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 1447 ভিউজ

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে ব্যবহারকারীরা অনেক কিছুই দেখে থাকে যা তাদের কাছে অপ্রত্যাশিত। এমন গ্রুপ, পেইজ বা ফেসবুক ব্যবহারকারীর তথ্য আসে যা তিনি ঐগুলোর সাথে সম্পৃক্ত নন। ফেসবুকে নিউজ ফিডে ব্যবহারকারীরা কি কি দেখবেন সে সিদ্ধান্ত নেয় ফেসবুকের অ্যালগরিদম। সম্প্রতি ফেসবুক এই অ্যালগরিদম কিভাবে সিদ্ধান্ত নেয় তা ব্যাখ্যা করতে একটি নতুন ফিচার যোগ করতে যাচ্ছে। এর ফলে এখন থেকে ব্যবহারকারী কি দেখছে আর কেনই বা দেখছে তা সহজেই জানতে পারবে। এর ফলে ফেসবুক ব্যবহারকারীরা খুব সহজেই তাদের নিউজ ফিডে আসা অপ্রত্যাশিত নিউজ থেকে বিরত থাকতে পারবে।

সাম্প্রতিক সময়ে ফেসবুক তথ্য ফাঁস, গোপনীয়তা ফাঁস কেলেঙ্কারি ও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মত অভিযোগ উঠার কারণে কঠোর তদন্তের মুখোমুখি হতে হয়। এর পর থেকে ফেসবুক নিয়মিত ভাবে তাদের সুরক্ষা পদ্ধতি গুলো পরিবর্তন করে আসছে। এর আগে দীর্ঘদিন ধরে ফেসবুক, টুইটার, ইউটিউব কি কি বিষয় বিবেচনা করে অ্যালগরিদম ব্যবহারকারীকে কোন কন্টেন্ট সুপারিশ করে তা ব্যাখ্যা না করার কারনে বেশ সমোলোচিত হয়ে আসছিল। ফেসবুকের নতুন এই ফিচার যোগ হওয়ার কারনে ব্যবহারকারী নিজেই সবকিছু বুঝে নিতে পারবে। ফেসবুকের নতুন এই সুবিধায় ‘কেন আমি এই পোস্ট দেখছি?’ নামের বোতাম দেখাবে। এতে ক্লিক করলে ব্যবহারকারী জানতে পারবে যে তাদের কোন কোন কার্যক্রম ফেসবুকের এই অ্যালগরিদমকে প্রভাবিত করে।

এর আগে ২০১৪ সালে চালু করা হয়েছিলো ‘কেন আমি এই বিজ্ঞাপন দেখছি?’ নামে ফিচার। এবার নতুন কিছু সুবিধা নিয়ে আবার আসছে এই ফিচারটি। এতে আরও কিছু তথ্য যুক্ত করা হবে। নতুন এই ফিচারটি নিউজফিডের প্রতিটি পোস্টের ওপরের ডানদিকের ড্রপ-ডাউন মেনুতে পাওয়া যাবে। এই সুবিধার মাধ্যমে ফেসবুক প্রথমবারের মতো তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের অভ্যন্তরীণ বিষয়গুলো সরাসরি ব্যবহারকারীর সামনে নিয়ে আসছে। এছাড়া এখন থেকে ফেসবুক প্রোফাইলে থাকা তথ্যগুলো বিজ্ঞাপনদাতার ডেটাবেইসের সঙ্গে মিলেছে কি না, তা ব্যবহারকারীদের জানিয়ে দেওয়া হবে। নানা কারনে বিতর্কিত হয়ে উঠা ফেসবুক ব্যবহারকারীদের কাছে আস্থা ফিরে পেতে আবার নতুন ভাবে কাজ শুরু করেছে।

বিদ্রঃ ফেসবুক বিবিসিকে জানিয়েছে, তাদের নতুন এই ফিচার ইতিমধ্যেই কিছু মার্কিন ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। পরবর্তীতে ২ মে থেকে সব ফেসবুক ব্যবহারকারীই এই সুবিধাটি ব্যবহার করতে পারবে বলে আশা করা যাচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন