বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম ও অজানা তথ্য

কর্তৃক অপু রায়
0 মন্তব্য 1538 ভিউজ

ফুটবল বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম ও অজানা তথ্য গুলো বেশ মজার। ফুটবল বিশ্বকাপের প্রায় প্রতিটি আসরে বলের নকশার পরিবর্তন হয়েছে এবং সেই সাথে যুক্ত হয়েছে নুতন নুতন প্রযুক্তির ছোঁয়া। আর এরই ধারাবাহিকতায় ২০১৮ ফুটবল বিশ্বকাপে আসছে যে বল তার নাম টেলস্টার ১৮। বলটিতে থাকবে সাদা ও কালো দুইটি রঙ। এই বলটির মধ্যে থাকবে একটি চিপ, যা বলের গতিবিধি ও গতি সম্পর্কে সঠিক তথ্য দেবে। মাঠে খেলার জন্য বলটিকে ৭টি কঠিন পরীক্ষায় মধ্যে দিয়ে যেতে হয়। ৭টি কঠিন পরীক্ষায় পাস করলে তবেই বলটি খেলার উপযুক্ত বলে ধরা হয়। এই ৭টি পরীক্ষা হলঃ

  1. একটি বলের বিভিন্ন যায়গায় ৪৫০০ বার চাপ দিয়ে দেখা হয় এর আকার ঠিক আছে কিনা।
  2. স্টিলের পাতে ২০০০ বার নিক্ষেপ করে দেখা হয় বলটি ক্ষতিগ্রস্থ হয় কিনা।
  3. বৃষ্টি হলে বল ঠিক থাকবে কিনা তা পরীক্ষার জন্য বলকে ২৫০ বার পানিতে ডুবানো হয়।
  4. পানিতে ভিজলে বলের ওজন ঠিক থাকছে কিনা।
  5. বিভিন্ন সময় বলের ওজন ঠিক থাকছে কিনা।
  6. ২৪ ঘণ্টার মধ্যে বলের পেসার এক রকম আছে কিনা।
  7. বলটি ঠিক ভাবে বাউন্স করছে কিনা।

১৯৭০ সাল থাকে ফিফা অফিসিয়াল ফুটবল সরবরাহ শুরু করে এবং এই সাল থাকেই এডিডাস ফিফা জন্য বল বানানর চুক্তি করে। ১৯৭০ সাল থাকে এখন পর্যন্ত প্রতিটি আসরে এডিডাসই বল সরবরাহ করে আসছে। ১৯৭০ সালের আগে বল সরবরাহ করত স্বাগতিক দেশ। ১৯৭০ সালে বলে প্রথম বার বলে সাদা ও কালো রঙের মিশ্রণ ব্যবহার করা হয়, যা ফুটবল ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে। ১৯৭৮ সালের ছিল চামড়ার বলের শেষ ফুটবল বিশ্বকাপ।

ফুটবল বিশ্বকাপে ব্যাবহার করা বলের নাম ঃ

১৯৩০ সালে বল ছিল টি-মডেল
১৯৩৪ সালে বল ছিল ফেদেরালে ১০২
১৯৩৮ সালে বল ছিল অ্যালেন
১৯৫০ সালে বল ছিল দুপলো টি
১৯৫৪ সালে বল ছিল সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন
১৯৫৮ সালে বল ছিল টপ স্টার
১৯৬২ সালে বল ছিল ক্র্যাক
১৯৬৬ সালে বল ছিল স্লাজেঙ্গার চ্যালেঞ্জ
১৯৭০ সালে বল ছিল টেলস্টার
১৯৭৪ সালে বল ছিল টেলস্টার ড্যুরলাস্ট
১৯৭৮ সালে বল ছিল ট্যাঙ্গো
১৯৮২ সালে বল ছিল ট্যাঙ্গো এস্পানা
১৯৮৬ সালে বল ছিল অ্যাজটেকা
১৯৯০ সালে বল ছিল এতরাস্কো ইউনিকো
১৯৯৪ সালে বল ছিল কোয়েস্ত্রা
১৯৯৮ সালে বল ছিল ট্রাইকালার
২০০২ সালে বল ছিল ফিবারনোভা
২০০৬ সালে বল ছিল টিমগাইস্ট
২০১০ সালে বল ছিল জাবুলানি
২০১৪ সালে বল ছিল ব্রাজুকা

এবার ২০১৮ সালে আবার ব্যবহার করা হচ্ছে টেলস্টারের আর একটি সংস্করন টেলস্টার ১৮।

fifa-worldcup-Banner

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন